tvs টেস্ট কি খালি পেটে করতে হয়
বর্তমানে বিশ্বের রোগ নির্ণয় করার জন্য আলট্রাসনো একটি অন্যতম পরীক্ষা। এর মাধ্যমে নারী বা পুরুষের উভয়ের পেটে কোন ধরনের সমস্যা আছে কিনা তা নির্ণয় করা যায়।এছাড়াও নারীদের জরায়ু, ওভারি বা জরায়ু নালীতে কোন সমস্যা আছে কিনা তার জন্য tvs নামক একটি আলট্রাসনো করা হয়। তাই আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন tvs test কি, tvs full form, tvs test কেন করা হয়, tvs test কখন করতে হয়,tvs test কিভাবে করা হয়, tvs টেস্ট কি খালি পেটে করতে হয়, টিভিএস রিপোর্ট, tvs folliculometry test bangla এবং tvs test price in bangladesh সম্পর্কে।
আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব tvs টেস্ট কি খালি পেটে করতে হয়
tvs test কি
tvs test হলো এমন একটি আলট্রাসনো যার মাধ্যমে নারীদের পেটে কোন ধরনের সমস্যা যেমন- জরায়ুতে সমস্যা, ওভারিত সমস্যা, জরায়ু নালীতে বা বন্ধ্যাত্বের সমস্যা সমস্যা থাকলে তা নির্ণয় করা হয়।
tvs full form
tvs full form-Thirukkurungudi Vengaram Sundram বা বাংলায় টি ভি এস এর পূর্ণরূপ ট্রান্সফরাজানাল সোনোগ্রাফি বলা হয়।
tvs test কেন করা হয়
টিভিএস টেস্ট মূলত নারীদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা নির্ণয় করার জন্য করা হয়।
১.জরায়ুতে কোন ধরনের সমস্যা যেমন- জরায়ুতে টিউমার, জরায়ুতে ক্যান্সার,জরায়ুতে ক্ষত ইত্যাদি নির্ণয় করার জন্য টিভিএস টেস্ট করা হয়।
২.বন্ধ্যাত্বের কারণ জানার জন্য টিভিএস টেস্ট করা হয়।
৩.ওভারিতে টিউমার বা ওভারিতে পর্যাপ্ত পরিমাণে ডিম্বানু তৈরি হচ্ছে কিনা তা নির্ণয় করার জন্য টিভিএস টেস্ট করা হয়।
৪.অনিয়মিত মাসিকের সমস্যা কেন হয় তা নির্ণয় করার জন্য টিভিএস টেস্ট করা হয়।
৫.পিসিওডি বা পিসিএস এর সমস্যা নির্ণয় করার জন্য টিভিএস টেস্ট করা হয়।
৬.অকাল গর্ভপাতের সমস্যা নির্ণয় করার জন্য টিভিএস টেস্ট করা হয়।
৭.বাচ্চার হার্টবিট নির্ণয় করার জন্য টিভিএস টেস্ট করা হয়।
৮.অনেক সময় আর্লি প্রেগনেন্সি( early pregnancy) নির্ণয় করার জন্য টিভিএস টেস্ট করা হয়।
৯.বন্ধ্যাত্ব চিকিৎসায় উন্নতি হয়েছে কিনা তা নির্ণয় করার জন্য টিভিএস টেস্ট করা হয়।
tvs test কখন করতে হয়
সাধারণত টিভিএস টেস্ট যেকোনো সময় করানো যায়। তবে বন্ধ্যাত্ব চিকিৎসায় চিকিৎসক tvs ফলিকলম্যাট্রি(folliculometry) টেস্ট করতে দেন। আর এ টেস্ট মাসিকের ১৩ তম দিনে করতে হয়।
tvs test কিভাবে করা হয়
tvs test অন্য সব আল্ট্রাসনো থেকে একটু ভিন্নভাবে করা হয়। এই টেস্ট করার জন্য চিকিৎসাক আপনার যোনিপথ থেকে একটি প্রুফ পেটের ভিতর প্রবেশ করায় যার মাধ্যমে পেটের ভিতরে কোন সমস্যা আছে কিনা তা দেখা যায়।
tvs টেস্ট কি খালি পেটে করতে হয়
প্রায় সব আল্ট্রাসনো খালি পেটে করতে হয়। কারণ পেটে খাবার থাকলে পেটের ভিতরে কোন সমস্যা আছে কিনা তা সঠিকভাবে দেখা যায় না। আর টিভিএস টেস্ট ও খালি পেটে করতে হয়। টিভিএস টেস্ট করার জন্য ৮ থেকে ১০ ঘন্টা না খেয়ে খালি পেটে থেকে তারপর এই টেস্ট করতে হয়।
টিভিএস টেস্ট কি বেদনাদায়ক
আমরা অনেক সময় টিভিএস টেস্ট করতে গেলে ব্যথা লাগে এই ভয়ে এই টেস্ট করায় না। তবে টিভিএস টেস্ট করতে গেলে কোন ব্যথা লাগে না বা টিভিএস টেস্ট বেদনাদায়ক নয়।
টিভিএস রিপোর্ট
আমরা অনেক সময় টিভিএস টেস্টের রিপোর্ট দেখে বুঝতে পারেনা যে রিপোর্টে কোন সমস্যা আছে কিনা। তাই রিপোর্ট বুঝার সুবিধার্থে নিচে টিভিএস টেস্টের নরমাল একটি রিপোর্ট এর ছবি দেওয়া হলঃ
tvs folliculometry test bangla
টিভিএস হল এমন একটি টেস্ট যেটা চিকিৎসক মাসিকের ১৩ তম দিন করার পরামর্শ দেন। কারণ এই টেস্টের মাধ্যমেই দেখা হয় যে ওভারিতে পর্যাপ্ত পরিমাণে ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা এবং তা সঠিকভাবে নিষিক্ত হচ্ছে কি না।এই টেস্ট মূলত বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও আইভিএফ(IVF) চক্রের সময় বা চিকিৎসার সময় এই পরীক্ষাটা করা হয়।
tvs test price in bangladesh
টি ভি এস টেস্টের মধ্যেও আবার অনেক প্রকার আছে। নিচে বিভিন্ন প্রকার টিভিএস টেস্টের খরচ বা মূল্য দেওয়া হলঃ
Sl.No. | Test Name | Test Price |
---|---|---|
1. | USG of TVS Ultrasonography | 2500 |
2. |
USG of TVS with SIS | 3500 |
3. | USG Transvaginal of pelvis organs (TVS) | 4000 |
4. | USG of TVS with Folliculometry | 2500 |
Post a Comment
0Comments