রক্ত তৈরি হয় কোথা থেকে
রক্ত হল পানি দেহে উপস্থিত থাকার সংবহনশীল একটি তরল পদার্থ যা শরীরে বিভিন্ন কাজে সহায়তা করে রক্তের মাধ্যমেই শরীরে শোষণ ও বর্জনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তাই আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন রক্ত কি, রক্ত কত প্রকার, রক্ত তৈরি হয় কোথা থেকে, রক্ত কিভাবে তৈরি হয়, মানুষের শরীরে কত পয়েন্ট রক্ত থাকে, রক্তের প্রধান কাজ কি সম্পর্কে।
আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব রক্ত তৈরি হয় কোথা থেকে
রক্ত কি
রক্ত হল প্রাণীদেহে সংবহনকারী লাল যোজক কলা। যা শরীরে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে ।এবং দেহের কোষে পুষ্টিদায়ক পদার্থ সরবরাহ করে।
রক্ত কত প্রকার
রক্ত প্রধানত দুই প্রকার।
১.রক্তরস
২. রক্ত কণিকা
রক্তকণিকা তিন প্রকার।
১. লোহিত রক্তকণিকা
২.শ্বেত রক্তকণিকা
৩.অনুচক্রিকা
রক্ত তৈরি হয় কোথা থেকে
রক্ত দেহের অস্থিমজ্জা থেকে তৈরি হয়।রক্ত অস্থিমজ্জায় তৈরি হয়ে ধমনী বা শিরার মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হয়।
রক্ত কিভাবে তৈরি হয়
রক্ত অস্থিমজ্জায় হেমাটোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়।হেমাটোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে রক্ত তৈরি হতে দুইদিন সময় লাগে।
মানুষের শরীরে কত পয়েন্ট রক্ত থাকে
মানুষের শরীরে হিমোগ্লোবিনের উপর ভিত্তি করে রক্ত থাকে। যেমন একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তের পরিমাণ ৫ লিটার থাকে।এছাড়াও হিমোগ্লোবিনের উপর ভিত্তি করে মানুষের শরীরে গড় রক্তের পরিমাণ ১২০ থেকে ১৪০ গ্রাম/ লিটার রক্ত থাকে।
রক্তে প্লাজমার পরিমাণ কত
রক্তে প্লাজমা বা রক্ত রসের পরিমাণ ৫৫ %এবং রক্তকণিকার পরিমাণ ৪৫ % । আবার রক্ত রসে ৯০%- ৯২% পানি এবং ০৮ % -১০ % কঠিন বস্তু যেমন- জৈব, অজৈব পদার্থ বিদ্যমান থাকে।
রক্তের প্রধান কাজ কি
১.রক্ত মানবদেহে ধমনীয় বা শিরার মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে।
২.রক্ত মানব দেহ থেকে কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্য পদার্থ বাইরে নিঃসরণ করে।
৩.রক্ত মানবদেহে পুষ্টি দায়ক পদার্থ সরবরাহ করে।
৪.রক্ত মানবদেহের টিস্যুর বিপাকীয় বিক্রিয়ায় সময় বজ্র পদার্থ নিঃসরণ কাজে সহায়তা করে।
৫.রক্ত শরীরে বিভিন্ন ধরনের প্রোটিন বা খনিজ পদার্থ উৎপাদনে সহায়তা করে।
৬.রক্ত মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
৭.দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন টিস্যুতে পরিবহন করে।
৮.রক্ত দেহকে সুরক্ষিত করে।
৯.রক্তের ভিতরে থাকা প্লাটিলেট রক্তক্ষরণ কমাতে সাহায্য করে।
১০.শরীরের ক্ষতস্থান সারাতে রক্ত সহায়তা করে।
১১.রক্ত পাকস্থলী থেকে পরিপাককৃত খাদ্য সমস্ত শরীরে পরিবহন করে।
১২.রক্ত বেসোফিল এর মধ্যে থাকা হেপারিন নিঃসরণ করে। যার ফলে শরীরে রক্ত জমাট বাঁধে না।
সর্বোপরি রক্ত আমাদের জীবন রক্ষার কাজে সহায়তা করে। রক্তের মাধ্যমে আমাদের শরীরে সব ধরনের কাজ সংঘটিত হয়ে থাকে । যার ফলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি।আমাদের আজকের এই পোস্টটি পড়লে আপনারা রক্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Post a Comment
0Comments