রক্তে গ্লুকোজ কমে গেলে তাকে কি বলে

Pathology Knowledge
By -
0

রক্তে গ্লুকোজ কমে গেলে তাকে কি বলে


প্রত্যেক মানুষের শরীরে রক্তে গ্লুকোজ থাকে।কারোর শরীরে এই গ্লুকোজের মাত্রা কম থাকে আবার কারোর শরীরে এগুলো গ্লুকোজের মাত্রা বেশি থাকে।আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন রক্তে গ্লুকোজ কমে গেলে তাকে কি বলে, রক্তের গ্লুকোজ কমে যাওয়ার লক্ষণ, রক্তের গ্লুকোজ বেড়ে যাওয়ার লক্ষণ, রক্তে গ্লুকোজ কমে গেলে করণীয় এবং রক্তে গ্লুকোজ বেড়ে গেলে করণীয় এ সম্পর্কে।





আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব রক্তে গ্লুকোজ কমে গেলে তাকে কি বলে



রক্তে গ্লুকোজ কমে গেলে তাকে কি বলে


রাতে গ্লুকোজের মাত্রা কমে গেলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। মূলত ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে গ্লুকোজ হঠাৎ করে কমে যায় এবং আবার গ্লুকোজ হঠাৎ করে বেড়ে যায়।




রক্তে গ্লুকোজ কমে যাওয়ার লক্ষণ


সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের  গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই নিচে গ্লুকোজ কমে যাওয়ার লক্ষণগুলো দেওয়া হলো।







১.শরীর দুর্বল লাগা।


২.হঠাৎ শরীরে ক্লান্ত ভাব হওয়া।


৩.শরীরে কাঁপুনি হাওয়া।


৪.মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরা।


৫.শরীর ঘেমে যাওয়া।


৬.চোখে ঝাপসা দেখা ।


৭.হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া।


৮.হঠাৎ বিরক্ত ভাব লাগা।


৯.বারবার ক্ষুধা লাগা।


১০.বুক ধড়ফড় করা।



উপরে লক্ষণ গুলি দেখা দিলে বুঝবেন আপনার গ্লুকোজ এর মাত্রা কমে গেছে। তাই যত দ্রুত সম্ভব হতে হবে।



রক্তের গ্লুকোজ বেড়ে যাওয়ার লক্ষণ


ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গ্লুকোজের মাত্রা হঠাৎ করেই বেড়ে যায়। আমরা অনেকেই গ্লুকোজের মাত্রা বেড়ে গেলেও লক্ষণগুলো না জানার কারণে বুঝতে পারিনা। তাই নিচে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণগুলো দেওয়া হলো।


১.ঘন ঘন প্রস্রাবের বেগ আশা।


২.অতিরিক্ত পানি পিপাসা বেড়ে যাওয়া।


৩.শরীরে অতিরিক্ত ক্লান্তির ভাব লাগা।


৪.চোখে ঝাপসা দেখা ।


৫.ক্ষতস্থান দ্রুত না কমা।


৬.শরীরে অতিরিক্ত চুলকানি হওয়া।


৭. হঠাৎ অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া।


৮.শরীরে ওজন বৃদ্ধি পাওয়া।


৯.শরীরে স্নায়ুর সমস্যা দেখা দেওয়া ।


১০.ত্বকে শুষ্ক শুষ্ক ভাব হওয়া ।


১১.কাজে মনোযোগী না হওয়া।


উপরোক্ত লক্ষণ গুলি দেখা দিলে বুঝবেন আপনার শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে। তাই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।



রক্তে গ্লুকোজ কমে গেলে করণীয়


রাতে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে প্রথমে অবশ্যই গ্লুকোজ মেপে দেখতে হবে গ্লুকোজের মাত্রা কত আছে যদি গ্লুকোজের মাত্রা তিন এর নিচে নেমে যায়। তাহলে সঙ্গে সঙ্গে চিনি মিশ্রিত পানি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়াতে হবে ।দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কারণ শরীরের রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে গেলে রোগীর জ্ঞান হারানোর সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় মৃত্যু ও হতে পারে। 



রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে করণীয় 



রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও লবঙ্গ মুখে দিলে ডায়াবেটিসের মাত্রা কিছুটা কমতে পারে। এছাড়াও ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেলে আদা খাওয়া যেতে পারে ।কারণ আদা শরীরে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এবং শারীরিক চর্চা বা ব্যায়াম করার মাধ্যমে শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব।



রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত



একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 90-130 mg/dl বা  <7.8 mmol/L.




সর্বোপরি রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে নিয়মিত ব্যায়াম এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধের মাত্রা সঠিকভাবে প্রয়োগ করতে হবে।যাতে করে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকে।এবং কিছুদিন পর পর রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করে দেখতে হবে ।


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)