প্রোথ্রোমবিন টাইম কেন করা হয়
বর্তমান সময়ে অধিকাংশ মানুষের কেটে গেলে বা অপারেশন করার সময় রক্ত জমাট বাঁধতে সময় নেয়। এর ফলে শরীরে রক্তশূন্যতা ও দেখা দিতে পারে। কিন্তু আমাদের অনেকেরই অজানা যে কি কারণে কেটে গেলে বা অপারেশন করার সময় রক্ত জমাট বাঁধতে সময় নেয়।এর জন্য বর্তমান সময়ে প্রোথ্রোমবিন টাইম নামে একটি টেস্ট করানো হয়।তাই আপনারা আজ আমাদের এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন প্রোথ্রোমবিন টাইম টেস্ট কি, প্রোথ্রোমবিন টাইম টেস্ট কেন করা হয়, প্রোথ্রোমবিন টাইম টেস্ট এর খরচ কত, প্রোথ্রোমবিন টাইম নরমাল রেঞ্জ কত এবং প্রোথ্রোমবিন টাইম টেস্ট কিভাবে করতে হয়।
আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব প্রোথ্রোমবিন টাইম কেন করা হয়
প্রোথ্রোমবিন টাইম টেস্ট কি
প্রোথ্রোমবিন টাইম এর সংক্ষিপ্ত রূপ হল পিটি (PT)। প্রোথ্রোমবিন টাইম হল মানুষের শরীরে রক্ত জমাট বাধার সাধারণ পরীক্ষা। এই টেস্টের মাধ্যমে রক্ত জমাট বাধার সঠিক সময় পরিমাপ করা হয়।প্রোথ্রোমবিন টাইম PT INR নামেও পরিচিত।
প্রোথ্রোমবিন টাইম টেস্ট কেন করা হয়
প্রোথ্রোমবিন টাইম টেস্ট করা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন কারণে প্রোথ্রোমবিন টাইম টেস্ট করা হয়।
১.শরীরে রক্ত জমাট বাঁধার সঠিক পরিমাণ সম্পর্কে জানার জন্য প্রোথ্রোমবিন টাইম টেস্ট করা হয়।
২.শরীরে বিভিন্ন ধরনের এন্টি কুয়া বলেন এন্টিকোয়াগুলেন্ট যেমন-ওয়ারফারিনের মতো ওষুধের কার্যকারিতা নির্ণয় করার জন্য চিকিৎসক এই টেস্ট করতে দেন। কারণ শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ রোধ করার জন্য চিকিৎসক এন্টিকোয়াগুলেশনের স্তর সঠিকভাবে বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করে থাকেন। যার জন্য এই টেস্ট টি করা খুবই জরুরী।
৩.লিভারের সমস্যা নির্ণয় করার জন্য চিকিৎসক এই টেস্ট করতে দেন। কারণ রক্ত জমাট বাঁধার জন্য লিভার বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষণ করে। যখন লিভার সঠিকভাবে প্রোটিন সংশ্লেষণ করতে পারেনা তখন রক্ত জমাট বাধায় সমস্যা হয় ।
৪.যেকোনো ধরনের অপারেশন করার আগে অবশ্যই প্রোথ্রোমবিন টাইম টেস্ট করা অত্যন্ত জরুরি। কারণ অপারেশন করার সময় শরীরে কতটা রক্ত ক্ষরণ হবে এবং রক্ত জমাট বাঁধতে কত সময় নেবে তা জানাটা খুবই জরুরী।
৫.হিমোফিলিয়া রোগ নির্ণয় করার জন্য চিকিৎসা প্রোথ্রোমবিন টাইম টেস্ট করার পরামর্শ দেন।
প্রোথ্রোমবিন টাইম টেস্ট এর খরচ কত
প্রোথ্রোমবিন টাইম খুবই রেয়ার একটি টেস্ট। বেসরকারি সব হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এই টেস্ট এর জন্য খরচ হবে ৮০০- ৯০০ টাকার মত।এবং সরকারি সব হাসপাতালে এই টেস্টের জন্য খরচ হবে ১০০- ২০০ টাকার মতো।
প্রোথ্রোমবিন টাইম নরমাল রেঞ্জ কত
প্রোথ্রোমবিন টাইমের নরমাল রেঞ্জ আন্তর্জাতিক রেশিও INR হিসেবে প্রকাশ করা হয়।সাধারণত প্রোথ্রোমবিন টাইম এর পেশেন্ট নরমাল রেঞ্জ ১০-১৩ সেকেন্ড। নিচে নরমাল রেঞ্জ দেওয়া হলোঃ
Prothrombin Time
Test Name | Result | Unit |
---|---|---|
Control |
13 |
Second |
Patient | 13 | Second |
Prothombin Index | 100.00 | % |
Ratio | 1.00 | % |
INR | 1.00 |
প্রোথ্রোমবিন টাইম টেস্ট কিভাবে করতে হয়
সাধারণত প্লাজমা দিয়ে প্রোথ্রোমবিন টাইম টেস্ট করা হয়। প্রোথ্রোমবিন টাইম টেস্ট করার জন্য যেকোনো টিউবে ব্লাড নিলে সেই ব্লাড দিয়ে টেস্ট করা যায় না। এর জন্য এন্টিকোয়াগুলেন্ট সমৃদ্ধ টিউবে ব্লাড নিতে হয়।এই ডিউটি দেখতে কিছুটা আকাশী কালারের হয়ে থাকে।এই টিউবে ব্লাড নেওয়ার পর ব্লাড জামার জন্য কিছুক্ষণ রেখে দিতে হয় এবং পরে সেন্ট্রিফিউজ করার মাধ্যমে প্লাসমা বের করা হয়। আর সেই প্লাজমা দিয়েই মূলত টেস্টটি করা হয়।
এই টেস্ট করার সময় খুবই সতর্ক থাকতে হবে। কারণ সেন্ট্রিফিউজ করার পর ব্লাডের ভিতরে প্লাজমা বেশিক্ষণ থাকলে এর সঠিক রেজাল্ট পাওয়া যায় না। তাই টেস্ট করতে দেরি হলে ব্লাড সেন্ট্রিফিউজ করার পরে প্লাসমা আলাদা করে অ্যাপেনড্রপে রেখে সংরক্ষণ করা উচিত।
সর্বোপরি প্রোথ্রোমবিন টাইম টেস্ট করা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমেই আমরা রক্ত জমাট বাধার সঠিক পরিমাণ সম্পর্কে জানতে পারি। যা আমাদের শরীরকে নানা ধরনের রোগ বা রক্তপাতের ঝুঁকি থেকে রক্ষা করে।
Post a Comment
0Comments