কোন রোগের জন্য কি কি টেস্ট করতে হয়

Pathology Knowledge
By -
0

 কোন রোগের জন্য কি কি টেস্ট করতে হয়


টেস্ট হচ্ছে আমাদের শরীরের রোগ নির্ণয়ের অন্যতম চাবিকাঠি। আমাদের শরীরের রোগ নির্ণয় করতে হলে অবশ্যই টেস্ট করা জরুরি এর মাধ্যমে আমরা জানতে পারি  শরীরে কি রোগের সৃষ্টি হয়েছে।








আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব কোন রোগের জন্য কি কি টেস্ট করতে হয়

1. CBC-ই পরীক্ষাটার মাধ্যমে আমরা জানতে পারি শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু আছে ,শ্বেত রক্তকণিকা পরিমাণ কতটুকু আছে সেটা জানতে পারি তাছাড়াও আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার জন্য যে রক্তের সেল(অনুচক্রিকা/platelet) প্রয়োজন তার সঠিকভাবে আছে কিনা সেটা জানতে পারি এবং শরীরের কোথাও কোন ইনফেকশন আছে কিনা সেটা আমরা এই CBC মাধ্যমে জানতে পারি।

2. RBS-ই টেস্টের মাধ্যমে জানতে পারি আমাদের শরীরে ডায়াবেটিস আছে কিনা।

3. LFT(লিভার ফাংশন টেস্ট)-এই টেস্টের  মাধ্যমে আমরা জানতে পারি আমাদের শরীরে লিভারের কোন প্রবলেম আছে কিনা বা আমাদের শরীরে  জন্ডিসের সমস্যা আছে কিনা।

4.KFT(কিডনি ফাংশন টেস্ট)-এর মাধ্যমে আমরা জানতে পারি আমাদের শরীরের কিডনিতে কোন সমস্যা আছে কিনা।

5.Urine Routine Examination Test-এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের শরীরে প্রসাবে কোন ধরনের ইনফেকশন আছে কিনা।

6.ECG-এটি এমন একটা টেস্ট যার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের হার্টের কোন সমস্যা আছে কিনা।

7.CXR(চেস্ট এক্স-রে)-আমাদের শরীরের ফুসফুসের কোন ইনফেকশন আছে কিনা তা এই চেস্ট এক্স-রে) এর মাধ্যমে আমরা জানতে পারি।

8.USG(Ultrasonogram)-এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের পেটে কোন ধরনের সমস্যা আছে কিনা।

রক্তের বিভিন্ন পরীক্ষার নাম


CBC,RBS,Creatinie,SGPT,SGOT,ALP,Bilirubin,CRP,RA,Uric Acid,Calcium,TSH,Electrolyte.


সর্বোপরি আমাদের শরীরের সঠিক রোগ নির্ণয়ের জন্য সঠিকভাবে টেস্ট করাটা খুব জরুরি সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারলেই তার সঠিক চিকিৎসা করলেই আমরা আমাদের দৈনন্দিন  জীবন সুখে কাটাতে পারি।

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)