প্রস্রাবে ইনফেকশন হলে কি কি লক্ষণ দেখা যায়

Pathology Knowledge
By -
0

প্রস্রাবে ইনফেকশন হলে কি কি লক্ষণ দেখা যায়


বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষেরই  প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে। এর ভিতরে মহিলাদের প্রস্রাবে ইনফেকশনের সংখ্যা বেশি।






আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব প্রস্রাবে ইনফেকশন হলে কি কি লক্ষণ দেখা যায়


প্রস্রাবে ইনফেকশন হওয়ার লক্ষণ


১.ঘন ঘন প্রস্রাব হওয়া।

২. প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া করা।

৩.তলপেটে অতিরিক্ত ব্যথা হওয়া।

৪.প্রস্রাবে অতিরিক্ত গন্ধ হওয়া।

৫.প্রস্রাব স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ঘোলাটে হওয়া।

৬.ঘন ঘন প্রস্রাবে বেগ আসা।

৭.বেশি সময় প্রস্রাবে বেগ ধরে রাখতে না পারা।

৮.প্রস্রাবের সাথে হঠাৎ রক্ত যাওয়া।

৯.প্রস্রাবের বেগ আসা কিন্তু অল্প অল্প প্রসাব হওয়া।

১০. খাবারে অরুচি হওয়া।

১১.মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।

১২.বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া।


প্রস্রাবে  ইনফেকশন হওয়ার কারণ


১.মূত্র থলিতে ব্যাকটেরিয়া আক্রমণ করলে।

২.প্রস্রাবের  রাস্তা অপরিষ্কার থাকলে।

৩.প্রস্রাবের রাস্তা সবসময় ভেজা থাকলে।

৪.স্বাভাবিকের তুলনায় পানি কম খেলে।


প্রস্রাবে  ইনফেকশন হলে করণীয়


১.প্রস্রাবে রাস্তা শুকনা রাখা

২. প্রচুর পানি পান করা ।                                                                                                           

৩. টিস্যু ব্যবহার করা।

৪. প্রস্রাবে সময় মূত্রথলী পুরোপুরি খালি করা।

৫. সহবাসের আগে প্রস্রাব করা  এবং সহবাসের পরপরই প্রস্রাব করা ।     

৬.দীর্ঘক্ষণ প্রস্রাবে বেগ আটকে না রাখা।

                               

প্রস্রাবে ইনফেকশন টেস্ট নাম


প্রস্রাবে ইনফেকশনের জন্য অনেক ধরনের টেস্ট করা হয়। এর ভিতরে Urine C/S বা Urine Culture  বেস্ট। এছাড়াও Urine R/M/E,Urine Albumin,Urine Protein, 24 Hours Urine Total Protein. এই টেস্টগুলোর মাধ্যমে আমরা জানতে পারি প্রস্রাবে ইনফেকশন হয়েছে কি না।


প্রস্রাবে ইনফেকশন হলে কি খেতে হয়


১.জাম জাতীয় ফলঃ ব্লু বেরী, ত্রেুনবেরী 

২. ব্রকলি

৩.সবুজ শাকসবজি

৪.রসুন

৫.পেঁপে 

৬.দারচিনি

এই খাবারগুলো খেলে প্রসাবে ইনফেকশন এর সমস্যা দূর হতে পারে।










Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)