Tvs পরীক্ষা কেন করানো হয়
বর্তমান সময়ে মেয়েদের পেটে সমস্যা শনাক্তকরণের জন্য Tvs পরীক্ষা অন্যতম । তাই আজ আমরা Tvs সম্পর্কে কিছু তথ্য জানবো Tvs পরীক্ষা কি কেন করা হয়।
আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব Tvs পরীক্ষা কেন করা হয়
চলুন আগে জেনে আসি, Tvs পরীক্ষা কি
টিভিএস হল ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড ( Transvaginal Ultrasound) । এটি আল্ট্রাসাউন্ড এর একটি অন্যতম পরীক্ষা।এই পরীক্ষার মাধ্যমে শরীরে গাইনোকোলজিক্যাল প্রবলেম সনাক্ত করা হয় ।
Tvs পরীক্ষা কেন করানো হয়
শরীরে গাইনোকোলজিক্যাল প্রবলেম সনাক্তকরণের জন্যই মূলত Tvs পরীক্ষা করা হয়।
- ওভারিতে টিউমার বা ওভারিতে চিস্ট, জরায়ুতে টিউমার সনাক্ত করার জন্য Tvs পরীক্ষা করা হয়।
- প্রেগনেন্সি সনাক্ত করার জন্য Tvs পরীক্ষা করা হয়।
- জরায়ুতে ছাড়া ফ্যালোপেইন টিউবে বাচ্চা কনসেপ হলে এটি শনাক্ত করার জন্য Tvs পরীক্ষা করা হয়।
- অনেক সময় নরমাল আল্টাসনো করার ফলে বাচ্চার হার্টবিট বোঝা যায় না তখন এই Tvs পরীক্ষার মাধ্যমে বাচ্চার হার্টবিট শনাক্ত করা হয়।
- অনেক সময় গর্ভপাতের লক্ষণ দেখা যায় আর সেজন্য গর্তের লক্ষণ শিওর হওয়ার জন্য Tvs পরীক্ষা করা হয়।
- বন্ধ্যাত্ব সমস্যা সনাক্তকরণের জন্য Tvs পরীক্ষা করা হয়।
- অনিয়মিত মাসিকের জন্য এই Tvs পরীক্ষা করা হয়।কেন অনিয়মিত মাসিক হয় বা কি কারনে হয় তার জন্য আগে এই পরীক্ষা করে চিকিৎসক সিওর হয়ে নেন।
- এছাড়াও পলিসিস্টিক ওভারিয়ান ডিজিএস (Pcod & Pcos) সনাক্ত করার জন্য Tvs টেস্ট করা হয়।
- অনেক সময় চিকিৎসক শরীরের কন্ডিশন বুঝে এই Tvs পরীক্ষা দিয়ে থাকে।
Tvs পরীক্ষা কিভাবে করা হয়
Tvs পরীক্ষা মূলত একটি আল্ট্রাসাউন্ড।এটি অন্যান্য আল্ট্রাসাউন্ড থেকে একটু ভিন্ন।এই পরীক্ষাটি জন্য আপনার যোনিপথ থেকে একটি প্রুফ ভিতরে প্রবেশ করানো হয় ।এর মাধ্যমেই আপনার পেটের ভিতরে কোন প্রবলেম বা সমস্যা আছে কিনা সেটা স্ক্রিনে দেখা যায়।
Tvs টেস্ট কি খালি পেটে করতে হয়
হ্যাঁ, Tvs টেস্ট করতে হলে অবশ্যই আপনাকে ৮ থেকে ১০ ঘণ্টা খালি পেটে থাকতে হবে। ৮ থেকে ১০ ঘণ্টা খালি পেটে থাকার পরেই আপনাকে এই টেস্ট করতে হবে । এই টেস্ট করার জন্য আপনাকে কোন রকম প্রসাবের বেগ ধরে রাখতে হবে না।
Tvs test কখন করতে হয়
Tvs পরীক্ষার সম্ভাব্য সময় হল মাসিক শেষ হওয়ার পর।মাসিক শেষ হওয়ার পর এই টেস্ট করা হয় প্রেগনেন্সি সনাক্ত করানোর জন্য বা বন্ধ্যাত্বের কারণ সনাক্ত করার জন্য।এছাড়া বিভিন্ন সমস্যার জন্য Tvs পরীক্ষার সময় চেঞ্জ হতে পারে।
Tvs পরীক্ষার খরচ
Tvs পরীক্ষার জন্য মূলত আপনাকে ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা খরচ করতে হবে এবং এর থেকে কম ও বেশি হতে পারে ।
সর্বোপরি Tvs টেস্ট কেন করা হয় বা কিভাবে করা হয় বা কত খরচ হতে পারে এর সঠিক ধারণা থাকলেই এই টেস্ট করতে সুবিধা হবে।
Post a Comment
0Comments