রক্তের গ্রুপ কত প্রকার ও কি কি
জন্মগতভাবেই মানুষ কোনো না কোনো গ্রুপের রক্ত নিয়ে জন্মায়। জন্মগতভাবে বা শারীরিক বৈশিষ্ট্যের কারণে একেক জনের শরীরে এক এক গ্রুপের রক্ত বিদ্যামান থাকে।
আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব রক্তের গ্রুপ কত প্রকার ও কি কি
রক্তের গ্রুপ কি
রক্তের গ্রুপ হল একটি শ্রেণীবিন্যাস যা মানুষের রক্তের লোহিত রক্ত কণিকার পৃষ্ঠতলে থাকে। এটি শরীরের এন্টিবডি এবং এন্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে গঠিত হয়। ১৯০১ খ্রিস্টাব্দে জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার নামে এক বিজ্ঞানী মানুষের শরীরের রক্তের শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন।
রক্তের গ্রুপ কত প্রকার
রক্তের গ্রুপ প্রথমত ০২ ধরনের।
১.ABO গ্রুপ
2. Rh টাইপ
১. ABO গ্রুপ এর ভিত্তিতে রক্তের গ্রুপ ০৪ ধরনের।
A,B,O,AB.
২.Rh টাইপের ভিত্তিতে রক্তের গ্রুপ ০২ ধরনের।
- পজেটিভ
- নেগেটিভ
সর্বোপরি মানুষের রক্তের গ্রুপ ০৮ ধরনের হয়ে থাকে।"A" পজেটিভ, "B" পজেটিভ,"O"পজেটিভ , "AB" পজেটিভ, "A" নেগেটিভ, "B" নেগেটিভ, "O" নেগেটিভ, "AB" নেগেটিভ।
কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলে
মানুষের রক্তের গ্রুপের ভিতরে "O" রক্তের গ্রুপের মানুষকে সার্বজনীন দাতা বলা হয়। কারণ এই গ্রুপের মানুষ অন্য সব গ্রুপের মানুষকে রক্ত দান করতে পারে।
কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে
মানুষের রক্তের গ্রুপের ভিতরে এ বি গ্রুপের রক্তের মানুষকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। কারণ এই গ্রুপের মানুষ অন্য সব গ্রুপের মানুষের রক্ত থেকে নিজের শরীরের রক্ত গ্রহণ করতে পারে।
Post a Comment
0Comments