রক্ত সংগ্রহের টিউব কত প্রকার

Pathology Knowledge
By -
0

 রক্ত সংগ্রহের টিউব কত প্রকার


মানুষের রোগ নির্ণয়ের জন্য টেস্ট বা পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই টেস্ট করার জন্য আমাদের কিছু প্রিপারেশনের প্রয়োজন হয়। এছাড়াও আমাদের অনেক কিছু জানতে হয় যে কোন টেস্টের জন্য কোন টিউব ব্যবহার করতে হয়।




আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব  রক্ত সংগ্রহের টিউব কত প্রকার


রক্ত সংগ্রহের টিউব কত প্রকার


রক্ত সংগ্রহের জন্য আমাদের বিভিন্ন কালারের টিউব ব্যবহার করা হয় । এখন আমরা আলোচনা করব কোন টেস্টের জন্য কোন কালারের টিউব ব্যবহার করা হয়।


১. Serum Tube/ Clot Activator Tube:এই টিউবটি রেড কালারের হয়ে থাকে। সকল ধরনের Biochemistry,Immunology & Serological  টেস্ট এর জন্য এই রেড কালার টিউব ব্যবহার করা হয়।




২.  EDTA Tube : এই টিউবটি ল্যাভেন্ডার কালার এর হয়ে থাকে। সকল প্রকার Haematological টেস্ট যেমন: CBC,Blood grouping,PBF,Hb% এর জন্য ল্যাভেন্ডার কালার এর টিউব ব্যবহার করা হয় । এছাড়াও  HbA1c, Hb-Electrophoresis,HLAB-27,PCR,Genetic Test এর জন্য এই কালারের টিউব ব্যবহার করা হয়।







৩. ESR Tube: এই টিউবটি কালো কালারের হয়ে থাকে। সাধারণত ESR(Erythrocyte Sedimentation Rate). এর জন্য এই কালো কালারের টিউব  ব্যবহার করা হয়।





৪.Heparin Tube: এই টিউবটি সবুজ কালারের হয়ে থাকে। সাধারণত Electrolyte এর জন্য   কালো কালারের টিউব ব্যবহার করা হয়।





৫.3.2% Sodium Citrate: এই ডিউটি আকাশি কালারের হয়ে থাকে। সাধারণত Prothombin Time,APTT,D-Dimer এর জন্য   কালো কালারের টিউব ব্যবহার করা হয়।









সর্বোপরি যে টেস্টের জন্য যে কালারের চেয়েও ব্যবহার করা প্রয়োজন সেই কালারের টিউব ব্যবহার করলেই টেস্টের গুণগত মান ভালো হবে।



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)