রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণ
বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই রক্তশূন্যতায় ভোগেন। এর ভিতর মহিলারাই বেশি রক্তশূন্যতায় ভোগেন। হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
আমরা আজ এই পোস্টে আলোচনা করব রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণ
রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণ
- হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম কারণ হলো রক্তে লোহিত রক্তকণিকা কমে যাওয়া।
- আয়রন বা লোহার ঘাটটির কারণে ও হিমোগ্লোবিন কমে যায়।
- ভিটামিনের অভাবে হিমোগ্লোবিন কমে যায়।
- শরীরে যদি প্রোটিনের ঘাটতি থাকে তাহলে ওই হিমোগ্লোবিন কমে যেতে পারে।
- যদি বারবার শরীর থেকে রক্ত দান করা হয় তাহলে হিমোগ্লোবিন কমে যেতে পারে।
- পেটে আলসার জনিত কারণেও হিমোগ্লোবিন কমে যেতে পারে।
- অতিরিক্ত রক্তক্ষরণের ফলেও হিমোগ্লোবিন কমে যেতে পারে।
- পেটে ক্যান্সারের সমস্যা দেখা দিলেও হিমোগ্লোবিন কমে যেতে পারে।
রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণ
- হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম লক্ষণ হল শরীরের ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া।
- অতিরিক্ত দুর্বলতা ও হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণ হতে পারে।
- শরীরের হাত পা মুখ ফুলে যাওয়া হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণ হতে পারে।
- আয়রনের ঘাটটির কারণে হৃদস্পন্দন বেড়ে যায় । তাই হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণ হতে পারে ।
রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত
একজন সুস্থ পুরুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা থাকে ১২.৫-১৬.৫ g/dl,এবং একজন সুস্থ মহিলার হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা থাকে ১১.৫-১৪.৫ g/dl.
সর্বোপরি প্রোটিন ও আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখা সম্ভব।
Post a Comment
0Comments