নরমেন্স ট্যাবলেট খাওয়া কালিন সহবাস করলে কি বাচ্চা হয়
এখন বিশ্বের প্রতিটি মেয়েদেরই অনিয়মিত মাসিকের সমস্যা হয়ে থাকে,তাদের জন্য নরমেন্স ট্যাবলেট একটি জাদুকরী ট্যাবলেট এই ট্যাবলেটের মাধ্যমে অনিয়মিত মাসিক কে নিয়মিত করণ করা যায়।
আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব নরমেন্স টেবলেট খাওয়াকালিন সহবাস করলে কি বাচ্চা হয়। এই নরমাল ট্যাবলেটটি কোন জন্মনিধরক পিল নয় নরমেন্স ট্যাবলেট খাওয়া চলাকালীন সহবাস করলে বাচ্চা কনসেপ হওয়ার সম্ভাবনা আছে।
নরমেন্স ট্যাবলেট খেলে কি মাসিক বন্ধ হয়
হ্যাঁ নরমেন্স ট্যাবলেট খেলে মাসিক বন্ধ হয়। নরমেন্স ট্যাবলেট মূলত মাসিক নিয়মিত করন কাজে ব্যবহৃত হয় ,যেসব মেয়েদের মাসিক অনিয়মিত তারাই নরমেন্স ট্যাবলেটটি খেয়ে থাকে।নরম্যান্স ট্যাবলেটটি যদি মাসিক তারিখের ০৩ দিন আগে খাওয়া হয় তাহলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে।
নরমেন্স খাওয়ার কত দিন পর মাসিক হয়
নরমেন্স ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকলে ০২ -০৩ দিনের ভিতরেই মাসিক শুরু হয় তবে অনেকের শরীরের স্বাস্থ্য বুঝে কিছুদিন দেরি হতে পারে।
নরমেন্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া
১.জ্বর জ্বর ভাব
২.চোখে কম দেখা
৩.বুকে ব্যথা হওয়া
৪.বমি হওয়া
৫.পেট ফুলে যাওয়া
৬.কাশি হওয়া
৭.মাথা ঘোরা
৮.শরীর দুর্বল লাগা
৯.হজমের সমস্যা হওয়া
১০.মাথা ব্যাথা হওয়া
১১.ব্রণের উপদ্রব হওয়া
নরমেন্স ট্যাবলেট কতদিন খেতে হয়
অনেক সময় শরীরের সমস্যা বুঝে এই ট্যাবলেটটি খেতে হয়,অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এই ওষুধটি ০৩ মাস খেতে হয় প্রত্যেক মাসের প্রথম ২১ দিন খাওয়ার পর ০৭ দিন বিরতি দিয়ে আবার ২১ দিন খেতে হয় এভাবে করে ০৩ মাস খেতে হয়।
নরমেন্স ট্যাবলেট খেলে কি মোটা হয়
এটি যেহেতু জন্ম নির্ধারক পিল নয় তাই এই পিল খেলে মোটা হওয়ার সম্ভাবনা খুবই কম,তবে স্বাস্থ্য ভেদে কেউ কেউ মোটা হয়ে যেতে পারে।
Post a Comment
0Comments