লিপিড প্রোফাইল টেস্ট কি খালি পেটে করতে হয়

Pathology Knowledge
By -
0

লিপিড প্রোফাইল টেস্ট কি খালি পেটে করতে হয়


বর্তমান বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষেরই রক্তের চর্বির পরিমাণ বেশি থাকে।এই রক্তের চর্বির কারণেই মানুষের শরীরে অনেক ধরনের রোগের সৃষ্টি হয়।আমরা যদি জানতে পারি লিপিড প্রোফাইল টেস্ট খালি পেটে করতে হয় না ভরা পেটে করতে হয়। কখন লিপিড প্রোফাইল টেস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে  আমরা সেই অনুযায়ী লিপিড প্রোফাইল টেস্ট করাতে পারি।






আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব লিপিড প্রোফাইল টেস্ট কি খালি পেটে করতে হয়


লিপিড প্রোফাইল টেস্ট কি বা কেন করা হয়


লিপিড প্রোফাইল হচ্ছে আমাদের শরীরে চর্বির পরিমাণ। লিপিড প্রোফাইল টেস্ট করার মাধ্যমে আমাদের শরীরে রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড এর পরিমাপ জানতে পারি।এছাড়াও এই লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে আমাদের শরীরে ভালো কোলেস্টেরল  ও খারাপ কোলেস্টেরল  এর পরিমাণও জানতে পারি। রক্তের চর্বির পরিমাণ বেশি থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। এছাড়াও রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে।


লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে কি কি টেস্ট করা হয়


লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে মূলত আমাদের শরীরে পাঁচটি টেস্ট করা হয়।


১.Total Cholesterol বা মোট কোলেস্টেরল

২.Low Density Lipoprotein(LDL) বা কম ঘনত্বের লাইপোপ্রোটিন

৩.High Density Lipoprotein(HDL) বা উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন

৪.Triglycerides(TG) বা ট্রাইগ্লিসারাইড 

৫.Very Low Density Lipoprotein(VLDL) বা খুব কম ঘনত্বের লাইপোপ্রোটিন


লিপিড প্রোফাইল টেস্ট কখন করতে হয়


লিপিড প্রোফাইল টেস্ট মূলত দুই ধরনের।

১.Fasting Lipid Profile 

২.Random Lipid Profile


১.Fasting Lipid Profile : লিপিড প্রোফাইল টেস্ট খালি পেটে করলে বেশি ভালো হয়। এটাকে  Fasting Lipid Profile বলা হয়। প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা না খেয়ে থাকার পরে যদি লিপির প্রোফাইল টেস্টের জন্য ব্লাড দেয়া হয় তাহলে তার রেজাল্ট সঠিক পাওয়া যায়। 

২.Random Lipid Profile : ভরা পেটে ও লিপিড প্রোফাইল টেস্ট করা যায়। এটাকে Random Lipid Profile বলা হয়। এই টেস্টের জন্য ব্লাড যেকোনো সময় দেওয়া যায়।


লিপিড প্রোফাইল টেস্ট নরমাল রেঞ্জ


Test Name                                                      Normal Value
Total Cholesterol                                                     <200 mg/dl
Low Density lipoprotein(LDL)                                                      <150 mg/dl
High Density Lipoprotein(HDL)                                                      Up to 40 mg/dl 
Triglycerides(TG)
                                                     <150 mg/dl


সর্বোপরি লিপিড প্রোফাইল টেস্ট সম্পর্কে সঠিক ধারণা থাকলেই আমাদের নিজেদের শরীরের চর্বির পরিমাণ বা লিপিড প্রোফাইলের পরিমাণ কন্ট্রোলে রাখতে পারি এবং নিজেদেরকে সুস্থ রাখতে পারি ।
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)