খুলনার কিছু কমন টেস্টের মূল্য তালিকা

Pathology Knowledge
By -
0


খুলনার কিছু কমন টেস্টের মূল্য তালিকা


সুন্দর স্বাভাবিকভাবে জীবন যাপন করতে হলে অবশ্যই আমাদের সুস্থ থাকতে হবে।কিন্তু অসুস্থতা আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত  করে।আর এই অসুস্থতার জন্যই ডাক্তারের কাছে  শরণাপন্ন হতে হয়। ডাক্তারের কাছে শরণাপন্ন হলেই কিছু টেস্ট দেয় এই টেস্ট করানোর মাধ্যমে আমরা জানতে পারি আমাদের শরীরের কোথায় কি সমস্যা হয়েছে।তাই সঠিকভাবে টেস্ট করানোটা খুবই জরুরী।আর এই টেস্ট করানোর জন্য আমাদের হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার এর শরণাপন্ন হতে হয় তখন কোন টেস্টের প্রাইস কত টাকা সেটা নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয়।সেই সমস্যা দূর করার জন্য আমরা আজ এই আর্টিকেলে আলোচনা করব খুলনার কিছু কমন টেস্টের মূল্য তালিকা।


আমরা এখন জানবো খুলনার কিছু কমন টেস্টের মূল্য তালিকা:







টেস্ট এর নাম ও মূল্য তালিকা


ক্রমিক নং  টেস্টের নাম মূল্য তালিকা
1. CBC(Complete Blood Count) 900
2. CBC(Dengu) 400
3. CBC(TC,DC,ESR,Hb%) 500
4. RBS(Random Blood Sugar) 200
5. FBS(Fasting Blood Sugar) 200
6. PPBS(Post Prandial Blood Sugar) 200
7. OGTT(Oral Glucose Tolerance Test) 400
8. Creatinine 500
9. SGPT 500
10. SGOT 500
11. ALP 500
12. Bilirubin 500
13. Electrolyte 1300
14. Calcium 800
15. Uric Acid 700
16. Blood Grouping 200
17. CRP 600
18. RA 600
19. TSH 900
20. IgE 1500
21. Urine R/M/E 300
22. Stool R/M/E 300
23. USG of Whole Abdomen 1500
24. USG of TVS 1800
25. X-ray of Chest  700



টেস্ট করাটা আমাদের শরীরের জন্য কতটা জরুরি:


ভালো চিকিৎসার জন্য রোগ নির্ণয়টা খুবই জরুরী। আর এই রোগ নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের টেস্ট করতে হবে। এই টেস্টের মাধ্যমেই আমরা জানতে পারি আমাদের শরীরের কোথায় কোন সমস্যা আছে ।আর যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারি যে আমাদের শরীরের কোথায় কি সমস্যা আছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো চিকিৎসার আওতায় আসতে পারি না।তাছাড়াও অনেক ওষুধের অনেক সাইড ইফেক্ট থাকে ,আর এই সাইড ইফেক্ট এর জন্য শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে তাই শরীরের কোথায় কি সমস্যা আছে সেটা আগে টেস্টের মাধ্যমে জেনে তারপরে ওষুধ সেবন করা উচিত।





Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)