হার্টের সমস্যার লক্ষণ গুলো কি কি

Pathology Knowledge
By -
0

 হার্টের সমস্যার লক্ষণ গুলো কি কি


বর্তমানে বাংলাদেশের বয়স্ক থেকে অল্প বয়স্ক সবাই এই হার্টের সমস্যায় ভুগছেন।এই হার্টের সমস্যা এখন মানুষের সাধারণ রোগে পরিণত হয়েছে।





আমরা আজ এই পোস্টে আলোচনা করব হার্টের সমস্যার লক্ষণ গুলো কি কি


হার্টের সমস্যার কারণ


বর্তমানে অধিকাংশ মানুষই এ হার্টের সমস্যায় ভুগছেন।এর অন্যতম কারণ হলো অনিয়মিত জীবন-যাপন। এছাড়াও ধূমপান, অতিরিক্ত কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত ডায়াবেটিসও হার্টের সমস্যার কারণ হতে পারে। এছাড়াও বংশগতভাবে পরিবারের আগে কারোর হার্টের সমস্যা থাকলে পরবর্তীতে পরিবারের অন্যদের হার্টের সমস্যার ঝুঁকি থাকতে পারে।


হার্টের সমস্যার লক্ষণ


১.তীব্র বুকে ব্যথা হওয়া , বুকের মাঝ বরাবার ও বাম পাশে তীব্র ব্যথা অনুভূত হওয়া।  এছাড়াও বুকের বাম পাশে চাপ অনুভূত হওয়া।


২.হঠাৎ অতিরিক্ত ঘেমে যাওয়া।


৩.বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া।


৪.পেটের উপরিভাগেও তীব্র ব্যথা অনুভূত হওয়া।


৫.হাতে ও ঘাড়ে ব্যথা অনুভূত হওয়া।


৬.হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া।


৭.হঠাৎ কাশি বা শ্বাসকষ্ট হওয়া।


এই সমস্যাগুলি আপনার হার্টের সমস্যার লক্ষণ হতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।


হার্টের সমস্যা হলে করণীয়


হার্ট এ সমস্যার লক্ষণ গুলি দেখা দিলে অবশ্যই দ্রুত  চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কিছু টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা।ECG & Troponin I টেস্ট করানোর মাধ্যমেই আমরা জানতে পারবো আমাদের হার্টের সমস্যা হয়েছে কিনা।

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)