ডিজিটাল প্রেসার মাপার যন্ত্রের দাম কত

Pathology Knowledge
By -
0

 ডিজিটাল প্রেসার মাপার যন্ত্রের দাম কত


এখন বিশ্বের প্রায় প্রতিটি ঘরেই ঘরে একজন করে ব্লাড প্রেসারের রোগী পাওয়া যায় । ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের অবশ্যই ব্লাড প্রেসার কত আছে তা আগে নির্ণয় করতে হবে। এইজন্য আমাদের ভালো মানের ডিজিটাল প্রেসার মাপার যন্ত্রের প্রয়োজন। 




আমরা এই আর্টিকেলে  আলোচনা  করব  ডিজিটাল প্রেসার মেশিন এর দাম কত 


ব্লাড প্রেসার মেশিন কত ধরনের ও কি কি 

ব্লাড প্রেসার মাপার যন্ত্র দুই ধরনের 

১,এনালগ/ ম্যানুয়াল প্রেসার মেশিন 

২. ডিজিটাল প্রেসার মেশিন


 ডিজিটাল প্রেসার মাপার যন্ত্রের দাম কত


মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রেসার মেশিন দেখতে পাওয়া যায় এর মধ্য থেকে ভালো মানের প্রেসার মেশিন চিহ্নিত করে ক্রয় করতে হবে।





এনালগ বা ম্যানুয়াল প্রেসার মেশিন ৯০০ থেকে ২০০০ এর ভিতরে পাওয়া যাবে।আর ডিজিটাল প্রেসার মেশিন ৯৫০ টাকা থেকে ৩০০০ টাকা ভিতরে পাওয়া যাবে।


ডিজিটাল মেশিন ব্যবহারের নিয়ম বা পদ্ধতি


প্রথমে ডিজিটাল  মেশিনের  কাফটি বাহুতে বাঁধতে হবে

তারপর মেশিনটি অন করতে হবে

মেশিন অন হলে ডিসপ্লে তে ”0” আসার জন্য অপেক্ষা করতে হবে

তারপর ডিসপ্লেতে প্রেশার কত আছে সেটা দেখা যাবে


ডিজিটাল মাপার যন্ত্রের ব্যবহারের সুবিধা

  • সহজ পদ্ধতিতে রক্তচাপ নির্ণয় করা
  • সহজে ব্যবহারযোগ্য
  • দীর্ঘদিন ব্যাটারির ব্যাকআপ পাওয়া যায়


হঠাৎ ব্লাড প্রেসার বেড়ে গেলে করণীয় কি


হঠাৎ ব্লাড প্রেসার বেড়ে গেলে মাথায় পানি ঢাললে কিছুটা আরাম পাওয়া যায় পরে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত তেতুলের রস ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে কিছু ফল আছে যেমন আপেল কলা এগুলো ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে টমেটো ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে কারণ টমেটোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে তাহলে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে।


ডিজিটাল প্রেসার মেশিন প্রেসারের রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা যন্ত্র ভালো মানের পেশার মেশিন কিনুন এবং নির্ভুল পেশার নির্ণয় করে সুস্থ  থাকুন।



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)