ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি

Pathology Knowledge
By -
0

ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি


বর্তমান সময়ে ডেঙ্গু মানব জীবনে প্রকট  আকার ধারণ করেছে। সাধারণত বর্ষা মৌসুমে এই ডেঙ্গু জ্বর বেশি হয়ে থাকে । আমরা যদি এই ডেঙ্গু জ্বর সম্পর্কে বিস্তারিত জানতে পারি ডেঙ্গু রোগের জীবাণুর নাম সম্পর্কে সঠিক ধারণা নিতে পারি তাহলে এটি আমার জীবনকে কম প্রভাবিত করতে পারবে।





আজ এই পোস্টে আলোচনা করব ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি


ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি


ডেঙ্গু রোগের জীবাণু একটি ফ্লাভিভাইরাস । যা ফ্লাভিভাইরিডি পরিবারের অন্তর্ভুক্ত।এটি একটি ডিএনএ/DNA  ভাইরাস। ডেঙ্গু জ্বর মূলত এডিস মশার কামড়ের ফলে হয়ে থাকে।


ডেঙ্গু জ্বরের লক্ষণ


ডেঙ্গু ব্যক্তি ভাইরাসজনিত রোগ । এটি মশার কামড়ের ফলে হয়ে থাকে।যার ফলে আমরা অনেক সময় জানিনা কোনটা ডেঙ্গু জ্বরের লক্ষণ।  তাই নিচে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো আলোচনা করা হলো ।


১.অতিরিক্ত জ্বর হওয়া । জ্বরের তাপমাত্রা ১০২ এর উপরে থাকা।

২.প্রচন্ড মাথা ব্যথা হওয়া।

৩.চোখের পিছনে ব্যথা হওয়া।

৪.ঘন ঘন জ্বর আসা।

৫.অতিরিক্ত বমি হওয়া।

৬.শরীরে ব্যথা অনুভূত হওয়া।

৭.ক্লান্তি ভাব হওয়া।

৮.অতিরিক্ত পেটে ব্যাথা হওয়া।

৯.হঠাৎ প্রসাবের সাথে রক্ত যাওয়া।

১০.শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হওয়া।

১১.কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া।

১২.কোন খাবারের স্বাদ না পাওয়া।

১৩.শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ হওয়া।


এই লক্ষণগুলি দেখলে দ্রুত চিকিৎসকে শরণাপন্ন হতে হবে এবং টেস্টের মাধ্যমে ডেঙ্গু জ্বর সনাক্ত করে তার সঠিক চিকিৎসা নিতে হবে।


ডেঙ্গু জ্বর হলে করণীয়


  • ডেঙ্গু জ্বর হলে প্রথমত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
  • এ সময়ে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে।যেমন:  ফলের শরবত, লেবুর শরবত, ডাবের পানি, খাবার স্যালাইন বেশি বেশি করে খাওয়া উচিত ।
  • এসময় শরীরের প্লাটলেটের পরিমাণ কমতে থাকে তাই প্লাটলেটের বারবার চেক করে প্রয়োজন হলে শরীরের ব্লাড দেয়া উচিত ।
  • জ্বরের মাত্রা অতিরিক্ত ফলে ডাক্তারের শরণাপন্ন হয়ে শরীরের স্যালাইন দেওয়া উচিত।


ডেঙ্গু প্রতিরোধ বা সতর্কতা




  • ডেঙ্গু প্রতিরোধ করতে হলে প্রথমত মজা নিধরক ব্যবহার করতে হবে।
  • যেহেতু দিনে রাতে সব সময়ই কামড়ায় তাই শোয়ার সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে।
  • শরীর পুরোপুরি ঢেকে চলতে হবে।
  • বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
  • বাড়ির চারপাশে ফুলের টবে বা ড্রেনে বেশি দিন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।


সর্বোপরি ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু রোগের জীবাণু সম্পর্কে সঠিক ধারণা নিতে পারলেই এর থেকে আমরা মুক্তি পেতে পারি।

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)